ওয়েব টিমের জন্য এই মাসের হোম ওয়ার্ক নিচে দেওয়া হলো। আর এই হোম ওয়ার্কগুলো মেসেঞ্জার গ্রুপে নয় ফেসবুক গ্রুপে আপনার আইডি সহ কিছু হ্যাশ ট্যাগ দিয়ে জমা দিতে হবে যা নিচে ধাপে ধাপে লেখে দেওয়া হবে। এবং আপনারা সঠিক ভাবে হোম ওয়ার্কে সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ।
আপনার শেখার অবস্থান অনুযায়ী আমরা হোম ওয়ার্ক ভিন্ন ভিন্ন করেছি। মেসেঞ্জার গ্রুপে দেখবেন আমরা আপনার নামের পাশে web-1 , web-2 এইরকম করে দিয়েছি। web-1 হলে আপনি কেবল শুরু করেছেন , আর যত উপরে যাবে তত বেশী শিখা আছে বলে আমরা মনে করি।
তাহলে এবার নিচে হোম ওয়ার্ক দেওয়া যাক।
web-1
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html ব্যাবহার করে করতে হবে।
২। এই ইমেজটা ব্যাবহার করুন,ইমেজ ডাউনলোড করুন ।
৩।একটা টাইটেল দিবেন এবং নিচে কিছু লেখা দেবেন।
৪। সিম্পল একটা ডিজাইন যা শুধু ব্যাসিক html দিয়েই করা যাবে।
৫। ভালো হয় যদি সেম কালার ইউজ করেন।
web-2
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html ব্যাবহার করে করতে হবে।
২। এই ইমেজটা ব্যাবহার করুন , ইমেজ ডাউনলোড করুন ।
৩।একটা টাইটেল দিবেন এবং আইকন এর পাশে নাম দেবেন।
৪। সিম্পল একটা ডিজাইন যা html দিয়েই করা যাবে।
৫। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন।
web-3
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html এবং css ব্যাবহার করে করতে হবে।
২। এখানে অল্প একটূ css ব্যবহার করা হয়েছে , ফলে css অল্প জানলেও এই ডিজাইনটা করতে পারবেন।
৩।উপরে একটা বড় টাইটেল দিবেন এবং সবগুলোর ফন্ট ফ্যামিলি arial দিবেন।
৪। সিম্পল একটা ডিজাইন যা html এবং অল্প css জেনেই করা যাবে।
৫। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন।
web-4
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html এবং css ব্যাবহার করে করতে হবে।
২। এই ইমেজটা ব্যাবহার করুন , ইমেজ ডাউনলোড করুন ।
৩। এখানে অল্প একটূ css ব্যবহার করা হয়েছে , ফলে basic css জানলেও এই ডিজাইনটা করতে পারবেন।
৪।উপরে একটা বড় টাইটেল দিবেন, নিচে ছোট টেক্স দিবেন এবং সবগুলোর ফন্ট ফ্যামিলি arial দিবেন।
৫। সিম্পল একটা ডিজাইন যা html , css জেনেই করা যাবে।
৬। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন।
web-5
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html এবং css ব্যাবহার করে করতে হবে।
২। এখানে অল্প একটূ css ব্যবহার করা হয়েছে , ফলে basic css জানলেও এই ডিজাইনটা করতে পারবেন।
৩।উপরে একটা বড় টাইটেল দিবেন এবং সবগুলোর ফন্ট ফ্যামিলি arial দিবেন।
৪। সিম্পল একটা ডিজাইন যা html , css জেনেই করা যাবে।
৫। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন, তবে লেখার নিচে যে দাগ দেওয়া আছে তা রিমভ করবেন।
web-6
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html এবং css ব্যাবহার করে করতে হবে।
২। এখানে অল্প একটূ css ব্যবহার করা হয়েছে
৩।উপরে একটা বড় টাইটেল দিবেন এবং সবগুলোর ফন্ট ফ্যামিলি arial দিবেন।
৪। সিম্পল একটা ডিজাইন যা html , css জেনেই করা যাবে।
৫। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন ।
web-7
এখানে যা যা করতে হবেঃ
১। পুরা ডিজাইনটা শুধু html এবং css ব্যাবহার করে করতে হবে।
২। এখানে অল্প একটূ css ব্যবহার করা হয়েছে
৩। সিম্পল একটা ডিজাইন যা html , css জেনেই করা যাবে।
৪। ভালো হয় যদি সেম ডিজাইন ফলো করেন ।
নির্দেশনাবলীঃ
হোম ওয়ার্কগুলো সম্পূর্ণ করে আমাদের ফেসবুক গ্রুপে নিচে দেওয়া হেস ট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে। মেসেঞ্জার গুপে দেওয়ার দরকার নাই।
web-1:
১। #asselk_hw0422
২। #web_1
web-2:
১। #asselk_hw0422
২। #web_2
web-3:
১। #asselk_hw0422
২। #web_3
web-4:
১। #asselk_hw0422
২। #web_4
web-5:
১। #asselk_hw0422
২। #web_5
web-6:
১। #asselk_hw0422
২। #web_6
web-7:
১। #asselk_hw0422
২। #web_7
# ট্যাগ ব্যাবহার না করলে hw গ্রাহ্য হবে না। তাই সঠিক ভাবে সঠিক নিয়মে আপনার hw জমা দেবেন।
///////////////////////////////////////////////////////
* আপনার যদি মনে হয় , আপনি আপনার position থেকে বড় position এর কাজ করতে পারবেন , তাহলে করতে পারেন। যেমন আপনি হয়তো web-4 এ আছেন কিন্তু আপনি web-5 এর হোম ওয়ার্ক পারবেন , তাহলে আপনি সেটাও করতে পারেন।
* ভালো হয় , আপনি সব গুলা যদি এখানে দেওয়া সবগুলা হোম ওয়ার্ক করেন।
//////////////////////////////////////////////////////////
2 Comments
Ok
ReplyDeletegood
Delete