আসসালামু আলাইকুম ।
আজকে আপনাদের সাথে আলোচনা করবো Asselk IT এর ভিশন ২০২৫ নিয়ে। তো আমাদের এই ভিশন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্টটা মনযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।
আজকের পোস্টে যেসব বিষয়ে জানবোঃ
১। ভিশন ২০২৫ কি?
২। কিভাবে সম্পূর্ণ করবো?
৩। ভিশন ২০২৫ এর লক্ষমাত্রা
তো দেড়ি না করে এবার এই টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক,
ভিশন ২০২৫ কি?
আমাদের AssElk IT কম্পানিটি অনেক আগে শুরু হলেও এর বিভিন্ন সমস্যার কারণে সবাই সঠিক সময়ে কাজের জন্য যোগ্য হয়ে ওঠেনি। আপনাদের বলে রাখা ভালো যে আমাদের এই ভিশন ২০২৫, এর পূর্বে ভিশন ২০২৩ ছিলো। কিন্তু দক্ষ কর্মির অভাবে আমরা আমাদের সময় সীমার মধ্যে ভিশন সম্পূর্ণ করতে পারি নি। তবে ২০২২ সালের মার্চ মাসে পুরাতন কিছু অলস কর্মিদের বাদ দিয়ে আমরা নতুন করে মেম্বার নিয়েছি। তাই তাদেরকে তাদের কাজের জন্য দক্ষ করে তুলতে অনেক সময়ের প্রয়োজন বলে আমরা মনে করি।
আর কোনো কিছু দ্রুত সম্পূর্ন করে দক্ষ হওয়া যায় না। আমরা চাই নতুন মেম্বারদেরকে তাদের কাজে দক্ষ করে তুলে একদম প্রো লেভের কাজ আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে। আর এই দক্ষ করে তোলার সময়সীমা আমরা ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ ২০২৫ সালের মধ্যে আমরা অন্যান্য কম্পানির সাথে কাজ করতে পারবো, তাই এইটাকে আমরা বলছি "ভিশন ২০২৫"।
কিভাবে সম্পূর্ণ করবো?
কোনো কাজে ভালোভাবে দক্ষ হতে হলে , এর পিছনে ব্যয় করতে হয় অনেক সময় এবং ঝড়াতে হয় প্রচুর ঘাম। যা একদিনে সম্পূর্ন করা সম্ভব নয় বলে আমরা মনে করি। তাই আমরা এর সময়সীমা বৃদ্ধি করেছি। এর মধ্যে আমরা আমদের মেম্বারদের তাদের কাজের জন্য পার্ফেক্ট করে তুলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মেম্বারদের তাদের ইচ্ছা মতো সেক্টর বেছে নিতে বলেছি ফলে তাদের কাজে উদ্যম বজায় রাখতে পারবে এবং দ্রুতগতীতে তাদের কাজের অগ্রগতি হবে বলা আমরা আশা রাখি।
যদিও এর মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে সেটা বলে রাখা ভালো , তাই তো এতো লং টাইম নিয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং সবাই প্রথম ধাপ থেকে শেখা শুরু করতে বলা হয়েছে, যেন কোনো সমস্যায় পরতে না হয় এবং সামনে ভালো কিছু করা যায়।
ভিশন ২০২৫ এর লক্ষমাত্রা
আগেই বলে দিয়েছি আমাদের লক্ষ মাত্রা ২০২৫ সালের জানুরারি মাস পর্যন্ত । যা ২০২৩ এর পরিবর্তে করা হয়েছে। আর এই লক্ষমাত্রা নির্ভর করবে আমাদের কর্মিদের শিক্ষা অর্জনের অকাঙ্খা এবং স্পিডের উপর।
তারা কতটুকু সময়ে কতটুকু শিখতে পারে এবং তা কাজে লাগানোর মতো উপযুক্ত কি না, সেটা দেখে, আমাদের এই লক্ষমাত্রা ঠিক থাকবে কি না সেটা নির্ধারণ করা হবে।
আর এই ভিশন ২০২৫ এ আমরা যে সব সেবা চালু করতে চাই,
১। ওয়েব ডেভেলপমেন্ট
২। অ্যাপ ডেভেলপমেন্ট
৩। মার্কেটিং
৪। গ্রাফিক্স ডিজাইন
এসব নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ইশাআল্লাহ আমরা সময় মতো আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।
0 Comments